মাছে-ভাতে বাঙালির খাবার। তবে মাছ খেতে গেলে অনেক সময় গলায় কাটা় আটকে যায়। প্রায়ই এমন সমস্যার সম্মুখীন হন অনেকে। এমন বিপদ ঘটলে গলাকে কাঁটার হাত থেকে বাঁচাতে সাধারণত ঘরোয়া কিছু
ব্রণ (Acne) হ’ল প্রদাহজনক ত্বকের সমস্যা যা এক বা একাধিক তিনটি কারণে ঘটে: চুল follicles এর প্লাগিং বা উপরানো। শরীরে হরমোনের পরিমাণ ওঠানামা করা, যা ত্বককে অতিরিক্ত তৈলাক্ত করে ব্যাকটিরিয়া
হ্যান্ড স্যানিটাইজার ( Hand Sanitizer) ব্যবহারের পাঁচটি বিপদ, যা আপনি জানেন না
( hand sanitizer Bangladesh) করোনাভাইরাস মহামারীর কারণে আমাদের সবার জীবনে হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু কোন জিনিস ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্য এবং মধ্যপন্থা রক্ষা করা খুবই জরুরি।
এটা আসলে কি (What It Is) এটা একটি lightweight, oil-free facial moisturizer এটা কী কাজ করে? (What it does) এটা ত্বককে খুব ভালোভাবে ময়েশ্চার (Moisturise) করে থাকে। তবে ভাল দিক
হবু মায়ের জন্য চাই বিশেষ যত্ন। সেটা যেমন তাঁর খাবার-দাবার ও বিশ্রামে, তেমন তাঁর রূপচর্চার ক্ষেত্রেও জরুরি। সন্তানের ভালোর জন্যই জীবনের বিশেষ এই সময়টাতে নিজেকে ভালো রাখার কোনো বিকল্প নেই।
লেবু আমাদের সকলেরই পছন্দের একটি ফল। লেবুর মধ্যে বিশেষ কিছু রয়েছে। তার অনেক গুণের মধ্যে অনত্যম গুণ হচ্ছে, ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে লেবু খুবই উপকারী। তবে শুধু মুখে লাগিয়ে রাখলেই
Bio Oil এই পণ্যটি ২০০২ সালে প্রথম বাজারে আসে সেই সাথে এটি বিভিন্ন পুরস্কার জিতে নেয়, যার মাঝে 223 Award উল্লেখযোগ্য। Skin এর Stretch mark, Scar অথবা মাতৃত্বজনিত দাগ, কাঁটা দাগ, চেহারায় বয়সের ছাপ ইত্যাদি সমস্যা দূর করার জন্য বিশ্বে ১৮ টি দেশে BioOil ব্যবহার হয়ে আসছে। এক কথায় Skin সঙ্ক্রান্ত সমস্ত সমস্যা দূর করার জন্য এটি অতুলনীয়।
Bio-Oil এ কি আছে?
এর প্রধান উপাদানসমূহ হলঃ
Calendula
Lavender
Rosemary and
Chamomile oil
PurCellin Oil
Bio-Oil কি আসলেই কাজ করে?
জী আসলেই কাজ করে। অনেকেই বলেছেন, এটা ব্যবহার করে তাদের Skin এর দাগ হাল্কা হতে শুরু করেছে। এবং এ পর্যায়ে মিশে গেছে। এটা সুর্যের আলোর ক্ষতি থেকেও রক্ষা করে। এছাড়া গর্ভ পরবর্তী যে দাগ বা Stretch mark হয়, সেটিও এর ব্যবহারে দূর হয়ে যায়। ডাঃ আনিতা তার Patient দের এই কথাই বলেন।
Bio-Oil এর বিভিন্ন ব্যবহার
Acne অথবা Scar থাকলে সেটার চিকিৎসা করার জন্য ব্যবহৃত হয়।
মাথার ত্বকে কোন সমস্যা থাকলে সে জন্য ব্যবহার করা যায়।
প্রসব পরবর্তী পেটের দাগ অথবা Stretch Mark দূর করার জন্য ব্যবহৃত হয়
মুখের বয়সের ছাপ দূর করার জন্য ব্যবহৃত হয়।
মুখের আদ্রতা ফিরিয়ে আনার জন্য ব্যবহৃত হয়।
ঠোট ও নখ সুন্দর রাখার জন্য ব্যবহৃত হয়।
গোসল করার আগে পানিতে কিছু পরিমাণ মিশিয়ে গোসল করলে চামড়ার আর্দ্রতা বজায় থাকে।
বাহিরে রোদ থেকে ফিরে বাসায় আসার পর ত্বকে এই তেল মাখলে রোদের ক্ষতি থেকে ত্বক সুরক্ষিত থাকে।
উপকারিতা:
ত্বকের নতুন ও পুরাতন উভয় রকমেরই দাগ দূর করে।
বয়সন্ধি, হঠাৎ মোটা হয়ে যাওয়া, pregnancy এসব পিরিওডে চামড়া টান পড়ে যে stretch mark দেখা দেয় সেটা দূর করে
গর্ভবতী কালীন সময়ে এতে বায়ো অয়েল ব্যবহার করলে stretch mark প্রতিহত হয়।
হরমোনজনিত কারণ অথবা অতিরিক্ত সূর্যের তাপে সৃষ্টি হওয়া pigment দূর করে
ত্বকের বয়স জনিত ভাঁজ কমিয়ে তারুণ্য ফিরিয়ে আনে
যাদের ত্বক খুব শুষ্ক বা শুকিয়ে যায় তারা এটা ব্যবহার করলে উপকার পাবেন।
Ke vaba beard oil use korbo akto bolban