বডি বাটার কি এবং আমাদের শরীরে এর কার্যকারিতা Leave a comment


Natural Body Butter

আমাদের অনেকেই Body Butter আসলে কি সে সম্পর্কে কোন ধারণা রাখিনা। এটা আমাদের মাঝে খুব একটা পরিচিত ও নয়। যে কারণে আমাদের অনেকেই এটা ব্যবহার করিনা। ফলে এর উপকারিতা ও কার্যকারিতা সম্পর্কেও জানিনা। যদি আপনাদের মধ্যে কেউ লোশন ব্যবহার করে থাকেন, অথচ বডি বাটার কখন ও ব্যবহার করেন নি, তাদেরকে আমি বলব, আপনারা আসলেই কিছু একটা মিস করছেন।

বডি বাটার আসলে কি? -এটা এক প্রকার বডি ময়েশ্চারাইজিং ক্রিম, কিন্তু এটা ত্বককে আরো মোলায়েম এবং সিল্কি রাখে। এটা এমনভাবে তোইরী যে আপনার ত্বককে বেশী সময়ের জন্য ময়েশ্চার রাখবে। বাজারে অনেক রকমের বডি বাটার আছে, তবে আমাদের কাছে বডি শপের বডি বাটার টাই বেশী ভাল মনে হয়েছে।   
product
বডি লোশনের সাথে বডি বাটারের কি পার্থক্য? -এটা খুবই কমন প্রশ্ন। অনেক পার্থক্যই আছে। তবে প্রধান পার্থক্য হল, লোশনে প্রায় ৭০% পানি বা জলীয় অংশ থাকে, যেখানে বডি বাটারের পুরো অংশই ক্রিম এবং কিছুটা তেল থাকে যার কারণে ত্বক অনেক মোলায়েম এবং কোমল হয়।  
বডি বাটার কিভাবে ব্যবহার করতে হয়? -ঠিক যেভাবে আমরা লোশন ব্যবহার করি, ঐ একইভাবে বডি বাটার ব্যবহার করা যায়। এটা সারা শরীরে সব অঙ্গেই ব্যবহার করা যায়। তবে অনেকেই মুখে এটা ব্যবহার করেন না, কারণ কারো কারো ত্বকে এটা তৈলাক্ত ভাব সৃষ্টি করতে পারে।  সাধারণত গোসলের পর এটা ব্যবহার করলে খুব ভাল ফলা পাওয়া যায়। 
The body shop british rose body butter
Body Shop এর বডি বাটারের ভালো দিকঃ 
  • সুন্দর গোলাপী রঙের কৌটায় প্যাক করা থাকে
  • সহজেই বহনযোগ্য
  • লোশনের তুলনায় অনেকদিন ধরে ব্যবহার করা যায়
  • সম্পূর্ণ অর্গানিক, ৯৯%
  • এর ঘ্রাণ খুবই সুন্দর, রিফ্রেশিং এবং রিলাক্সিং
  • ত্বকে সুন্দর উজ্জ্বল আভা প্রদান করে
  • ত্বক সুন্দর এবং স্বাস্থ্যবান দেখায়
  • শীতের জন্য অত্যন্ত উপযোগী, সকল ধরণের ত্বকের জন্য উপযোগী। গরমকালেও ব্যবহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0