শীতকালে যে শুধু আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় শুধু তাই নয় বরঞ্চ অনেক ক্ষতিগ্রস্ত হয়। অথচ আমরা সেটার দিকে খেয়াল রাখি না। আমাদের চুলের নিচে মাথার যে তালু রয়েছে, তা হয়ে যায় শুষ্ক এবং রুক্ষ। যার ফলে চুলের স্বাভাবিক রঙ এবং স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়।তাই শীতের চুলকে স্বাস্থবান রাখতে প্রয়োজন হয় যথাযথ পরিচর্যার। চুলের পরিচর্যা করার জন্য নিচের টিপসগুলো মেনে চললে আশা করা যায় ভালো ফলাফল পাওয়া সম্ভব।
কেন আপনি শীতে আপনার চুলের পরিচর্যার রুটিন পরিবর্তন করবেন
যখন শীত আসে এবং ঠান্ডা পড়ে তখন আপনার চুল এর প্রাকৃতিক আর্দ্রতা হারায়। তাছাড়া অফিস-আদালত বাহিরে কাজ করার ফলে এই আর্দ্রতা হারানোর পরিমাণ আরো বেড়ে যায়। এজন্য আপনার চুলকে পরিপুষ্ট এবং আর্দ্রতা হারানো থেকে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এক নম্বর টিপঃ আপনার মাথার তালুর চামড়ার যথাযথ যত্ন নিন
এ কাজটা খুবই জরুরী। শীতকালে আমরা ঠান্ডা থেকে বাঁচতে স্বভাবতই ওয়াটার হিটার দিয়ে গরম পানি হরহামেশা ব্যবহার করি।
এছাড়াও রয়েছে রুম হিটার যা আমরা ব্যবহার করে থাকি। আরেকটা ব্যাপার যা হয় তা হল, টুপি অথবা এ ধরনের কোন কিছু ব্যবহার করা।
এর ফলে মাথার ভেতরে একটা তৈলাক্ত বা মনের মত অংশ ভাব হয় যার ফলে চুল অনেকটা গ্রিজি হয়ে যায়।
এ ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য প্রয়োজন নিয়মিত চুল পরিষ্কার করা এবং চুল পরিষ্কারের জন্য ভালো শ্যাম্পু ব্যবহার করা।
ভালো মানের ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করলে তা চুলের ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
এবং চুলে যে সমস্ত ড্যামেজ আর্দ্রতা হারানো বিষয় থাকে, তা দূর করতে সমর্থ। চুল পরিষ্কার করার সময় আলতো ভাবে শ্যাম্পু নিয়ে মৃদুভাবে ব্যবহার করা উচিত।
জোর প্রয়োগ করে শ্যাম্পু ব্যবহার না করাই ভালো।
দুই নম্বর টিপঃ হিটেড স্টাইলিং অ্যাপ্লায়েন্সেস ব্যবহার না করা
শীতকালে শুষ্ক আবহাওয়ার জন্য চুল এমনিতে অনেক বেশি শুষ্ক থাকে।
কাজেই এ সময়ে অনেকেই চায় ঠান্ডা এড়ানোর জন্য ভেজা চুল কে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে।
কিন্তু এটা একদমই ঠিক নয়। শীতকালে যদি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো হয় তাহলে চুলের গোড়ার অনেক ক্ষতি সাধন হয়ে থাকে।
যদি বেশি শীত হয় তাহলে গরম পানিতে চুল ধুতে হবে এবং ধুতে হবে সন্ধ্যায় এর পর স্বাভাবিকভাবেই চুল শুকাতে হবে, হেয়ার ড্রায়ার দিয়ে নয়।
তারপরও কেউ যদি যত চুল শুকাতে চান তাহলে ভেজা চুলের ওপর একটা মাইক্রো ফাইবার টাওয়েল পেচিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন এতে আপনার চুলের আর্দ্রতা শুষে নেবে কিন্তু আপনার চুল শুষ্ক চটচটে হবে না।
তিন নম্বর টিপঃ চুলে কলার ব্যবহার করতে পারেন
শীতকালে যাদের চুল খুব বেশি শুষ্ক হয়ে যায়, তারা তাদের চুলের আর্দ্রতা ধরে রাখার জন্য কলা ব্যবহার করতে পারেন।
কলা ভালোভাবে করলে সেটা আপনার মাথায় কিছুক্ষণ ভিজিয়ে রাখুন দিয়ে রাখুন।
এরপর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন।
দেখবেন আপনার চুলের আর্দ্রতা অনেকক্ষণ থাকবে।
আর যারা মনে করেন যে কলা এভাবে ব্যবহার করাটা কষ্টকর এবং ঝামেলা।
তাদের জন্য কলা আছে এমন মাস্ক‘, শ্যাম্পু প্রোডাক্ট ইউজ করতে পারেন।
Bodyshop ব্র্যান্ডের Banana হেয়ার মাস্ক এবং শ্যাম্পু কন্ডিশনার উভয়টি পাওয়া যায় বাজারে।