তৈলাক্ত ত্বক ও ব্রণের সমস্যা দূর করবে যে ফেসওয়াশ Leave a comment

আশেপাশের সকল নারীদের জন্য অ্যাকনে বা ব্রণ বেশ বড়সড় একটা অভিশাপের নাম।
কেননা, এক সময় ধীরে ধীরে ব্রণ সেরে গেলেও দাগ থেকে যায় অনেকদিন। সুন্দর ও
মসৃণ ত্বক সকলেরই কাম্য। এজন্য অনেকেই হয়তো বিভিন্ন ধরণের ফেসওয়াশ ও ক্রিম
ব্যবহার করে থাকেন। কিন্তু এ ফেসওয়াশ ট্রাই করে দেখেছেন কেউ? আজ আমরা
ব্রণের দাগ দূর করে ও ত্বককে কোমল ও স্বাভাবিক করে তোলে, এমন একটা কার্যকরী
প্রোডাক্টের কথা জানবো। সেটি হলো Tea Tree Skin Clearing Face Wash from Bodyshop.

কেন এ প্রোডাক্ট জাদুকরী
* মুখের ত্বকে অতিরিক্ত ব্রণ থাকলে সারিয়ে তোলে ধীরে ধীরে।
* ব্রণের দাগ সারিয়ে তোলে।
* মুখের লালচে ভাব দূর করে।
* তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে দারুণ উপযোগী এ প্রোডাক্ট।
* রাতে শোবার আগে ব্যবহার করলে মুখের তেল, ময়লা এবং জমে থাকা ধূলো পরিষ্কার হয়ে যায় নিমিষেই।
* মেকআপ তুলে ফেলতে বেশ কার্যকরী। এমনকি পানিনিরোধক মেকআপও তুলে ফেলে।
* ত্বকের স্বাভাবিক তৈলগ্রন্থির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে।

দাম কেমন
ফেসওয়াশ সাধ্যের ভেতরেই পাওয়া যায়। এটি আপনি 730-800 টাকার মধ্যে পেয়ে যাবেন।
কোথায় পাবেন
যেকোন ভালো সুপারশপ এ পাবেন সহজেই। এছাড়া মেডিকেল স্টোর ও ফার্মেসিগুলোতেও খোঁজ করতে পারেন।অথবা অর্ডার করুন নিচের লিঙ্কে ক্লিক করেঃ
Tea tree face wash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0