নারী ও পুরুষদের মুখে বিভিন্ন ধরনের বলিরেখা দেখা দেয়। বলিরেখার ফলে মুখের
সৌন্দর্য নষ্ট হয়ে লাবণ্য কমে যায়, যা অনেকের জন্য বিব্রতকর। কারণ বিশেষ
করে নারী একটু বয়স লুকাতে পছন্দ করেন।
মেকআপ কিংবা কোনো জাদুকরি ক্রিম নয়। শুধুমাত্র খাদ্যাভ্যাসই পারে আপনার
বয়সের বলিরেখা দূর করতে।
রয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়ারোধী উপাদান।যা রোগ-প্রতিরোধ পদ্ধতি নিয়ন্ত্রণ
করে। প্রদাহরোধ করে বলিরেখা ও ব্রণ কমাতে সাহায্য করে।
স্যামন, সারদিন মাছ খেলে বেশ উপকার পাওয়া যায়। এগুলো ত্বক পুনর্গঠন ও
ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে।
ভিটামিন ও পুষ্টি। আর এক্সট্রা ভারজিন অলিভ ওয়েলে (একধরনের অলিভওয়েল) রয়েছে
ওলিক অ্যাসিড। এটি ত্বক আর্দ্র রাখে এবং বলিরেখা কমায়।
অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা স্বাস্থ্যকর ত্বক তৈরিতে হলুদ সাহায্য করে।