
এই
পণ্যটির সবচেয়ে বড় যে সুবিধা তা হল, এটা বিশেষ করে তৈলাক্ত ত্বকে ব্যবহার
করা যায়। এই ময়শচারাইজারটি ডার্মাটোলোজিস্ট রিকমেন্ডেড। ১২ ঘন্টা পর্যন্ত
ত্বককে সজীব এবং ময়শ্চারাইজ্ড রাখে। কোন প্রকার PABA এতে নেই। SPF 15 সানস্ক্রিন ত্বককে সূর্যরশ্মির UVAএবং UVB রশ্মি থেকে সুরক্ষা দিয়ে থাকে। যা ত্বককে অকালে বুড়িয়ে যাওয়া হতে রক্ষা করে। এর ভিতর প্রদত্ত sheer
formula খুব দ্রুত ত্বকে মিশে যায়। যার ফলে ত্বক ভারী হয়ে যায়না। ত্বক খুব
নরম, কোমল এবং পেলব করে। সব ধরনের ত্বকের জন্য এটা উপযোগী।
- Oil-free
- ত্বকের pores গুলো আটকে যায় না।
- Hypoallergenic
- সুগন্ধীবিহীন।

দামঃ অনলাইন এবং মার্কেটের বিভিন্ন কসমেটিক দোকানে এটা পেতে পারেন। অনলাইনে কিন্তে এখানে ক্লিক করুন।
এই Neutrogena oil free moisturizer একটি সুন্দর সাদা প্লাস্টিক বোতলে আসে। বোতলটি পাম্প সিস্টেম। পাম্পটি চাপ দিয়ে moisturizer
বের করতে হয়। প্রথমাবস্থায় পাম্পটা লক থাকে। একটু ডানে বামে ঘুরিয়ে পাম্প
আনলক করতে হয়। পাম্প চেপে সঠিক পরিমাণ নিয়ে ব্যবহার করা যায়।
The pump |
যে সব Ingredient আছেঃ

যেভাবে ব্যবহার করবেনঃ
সকালে মুখ ধোয়ার পর অথবা গোসলের অভ্যাস থাকলে গোসলের পর মুখ, ঘাড়, হাতে পায়ে এই ময়েশচারাইজার ব্যবহার করতে পারেন।
এই প্রোডাক্টের রিভিউ বেশ ভাল। নিচে একজন ব্যবহারকারীর রিভিউ হুবহু তুলে ধরা হলঃ
আমার ত্বক খুবই তৈলাক্ত, এবং গত বছর, আমি হন্যে হয়ে একটা oil-free moisturiser খুজছিলাম। তখন এটার খোজ পেলাম। ভাবলাম একটা চেষ্টা দিয়ে দেখি। ব্যবহার করার পর দেখলাম, এটা আসলেই প্সাধারণ। তখন থেকেই আমি এটার প্রেমে পড়ে গেছি। এটা আমার ত্বকে পরিমিত পরিমাণ ময়েশ্চারাইজ যোগান দিয়ে থাকে, অথচ ত্বক কোন ভাবেই তৈলাক্ত হয়না। আমি আমার রেগুলার রুটিনে এটা ব্যবহার করি এবং আজ পর্যন্ত এটার ব্যাপারে আমার কোন অভিযোগ নেই। আমি প্রতিদিন সকালে এটা ব্যবহার করি। আমি রাতে ন্যনহার করিনা কারণ এতে SPF আছে। রাতের জন্য আমি আলাদা night cream ব্যবহার করি। এর consistency খুবই হালকা, সহজেই ছড়িয়ে পড়ে। যদিও লোশনটি সাদা, কিন্তু এটা ত্বকে ব্যবহারের ফলে সাদাটে কোন ভাব দেখা যায়না। ত্বকে সহজেই শুষে যায়। যার ফলে, এটা ব্যবহারের ২-৩ মিনিটের মধ্যেই মুখে মেকাপ দেয়া যায়।


এর ব্যবহারে সুবিধা-অসুবিধা দুটোই আছে। নিচে সংক্ষিপ্তাকারে কিছু দেয়া হলঃ
সুবিধাঃ
- এতে আছে SPF-15, যা দিনের বেলায় ব্যবহারের জন্য খুবই উপযোগী।
- Oil free, তাই তৈলাক্ত ত্বকে অনায়াসেই ব্যবহার করা যায়।
- এর ব্যবহারে Pores গুলো আটকে যায়না।
- ত্বককে সুন্দর রাখে। মলিন করে না।
- ত্বক তৈলাক্ত হয়না। ২-৩ ঘন্টা পর্যন্ত ময়েশ্চার থাকে।
- স্বাভাবিক হারে ব্যবহার করলে ৬-৮ মাস ব্যবহার করা যায়।
- সব ধরনের ত্বকের জন্য উপযোগি।
অসুবিধাঃ
- এর একটা অসুবিধা আমাদের কাছে মনে হয়েছে। সেটা হল, এতে হাল্কা একটা ঘ্রাণ আছে। পুরোপুরী fragrance free না।
এই সামান্য অসুবিধা ছাড়া আর কোন অসুবিধা আমাদের কাছে মনে হয়নি। কিন্তু সার্বিকভাবে চিন্তা করলে, এটা আসলেই অনেক ভাল একটা পণ্য।